গৌরনদী
গৌরনদীতে দুঃস্তদের মাঝে শাড়ি, লুঙ্গি ও শিশু পোষাক বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন “ইউনাইটেড এ্যাকশন ফর হিউম্যান রাইটস” (ইউ.এ.এইচ.আর) এর উদ্যোগে বুধবার সকালে বরিশালের গৌরনদীতে শতাধিক সুবিধাবঞ্চিত গরীব, অসহায়, দুস্থ্য নারী-পুরুষ ও শিশুদের মাঝে শাড়ি, লুঙ্গি এবং শিশু পোষাক বিতরণ করা হয়েছে।
সরকারি গৌরনদী কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও গৌরনদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শাড়ি, লুঙ্গি এবং শিশু পোষাক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আহছান উল্লাহ, সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মানিক লাল আচার্য্য, সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের খতিব আলহাজ্ব মোঃ মহিউদ্দিন খান, গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস,এম জুলফিকার, সহসভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, সাবেক সহসভাপতি এইচ,এম নাসির উদ্দিন, সাবেক সহ সাধারন সম্পাদক এম আলম, নার্গিস সুলতানা, কোষাধ্যক্ষ আমিন মোল্লা, সাবেক কোষাধ্যক্ষ উত্তম কুমার দাস, সাংবাদিক সরদার মনিরুজ্জামান, মোনাসেফ মামুন, প্রেমানন্দ ঘরামী প্রমূখ। অনুষ্ঠানে একশত দশ জনকে শাড়ি লুঙ্গি ও শিশু পোষাক প্রদান করা হয়।