গৌরনদী
সমকালের প্রতিনিধি হত্যার প্রতিবাদে অঅগৈলঝাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে সমকালের শাহাজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল নিহত হওয়ার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে সকালে আগৈলঝাড়া সদরের উপজেলা সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকরা।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকরা। এর সঙ্গে সংহতি প্রকাশ করেন বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশের সভাপতিত্বে করেন প্রেসক্লাবের সভাপতি অপূর্ব লাল সরকার। এতে বক্তব্য রাখেন আসাদুজ্জামান, কেএম আজাদ রহমান, শামীমুল ইসলাম, এসএম ওমর আলী সানি, শাকিল মাহমুদ । বক্তারা হত্যার প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবি জানান।