গৌরনদী
ভাষা সৈনিক কাজী গোলাম মাহাবুব ফাউ-েশনের উদ্যোগে শিক্ষার্থীদের স্কুল ড্রেস-ব্যাগ বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষে মাসব্যাপি কর্মসূচী পালনের অংশ হিসেবে সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহাবুব ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সোমবার লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫০ জন ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরন বিতরন করা হয়।
এ উপলক্ষে স্কুল মিলনায়তনে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহসভাপতি কাজী নুরুল মতিন মাসুক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাষা সৈনিক মিউজিয়ামের পরিচালক এম, আর, মাহাবুব, ভাষা সৈনিক কাজী গোলাম মাহাবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর কাউন্সিলর কাজী তৌফিক সজল, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি খাদিজা আক্তার, পরিচালনা কমিটির সদস্য মোঃ জাকির হোসেন রিপন, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম। অনুষ্ঠানে লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫০ জন ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরন বিতরন করেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহাবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহিরসহ অতিথিরা।