গৌরনদী
সমকালের প্রতিনিধি হত্যার প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে সমকালের শাহাজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল নিহত হওয়ার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে গতকাল রবিবার সকালে ঢাকাÑবরিশাল মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকরা।
সকাল ১১টা থেকে ১২টা ঢাকাÑবরিশাল মহাসড়কের গৌরনদী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকরা। এর সঙ্গে সংহতি প্রকাশ করেন বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশের সভাপতিত্বে করেন প্রেসক্লাবের সভাপতি মো. আহসান উল্লাহ। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, মো. জামাল উদ্দিন, সাবেক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, বর্তমান সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার বিপ্লব, সম্পাদক এস. এম জুলফিকার, সাবেক সহ-সম্পাদক এম, আলম, সাবেক প্রচার সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস প্রমূখ। বক্তারা হত্যার প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবি জানান।