গৌরনদী
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ ॥ ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের মাসব্যাপি কর্মসূচী
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষ্যে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী দিনটি পালনে নানান কর্মসূচী হাতে নিয়েছেন। ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, কর্মসূচীর মধ্যে আছে রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন প্রতিযোগীতা, সভা সমাবেশ , সেমিনার ও শিক্ষার্থীদের স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও বৃত্তি প্রদান। গতকাল শনিবার ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের কসবা গ্রামের বাসভবনে প্রস্তুতি এসব কর্মসূচী হাতে নেয়া হয়।
৫২,র ভাষা আন্দোলনের সূচনা বিকাশ ও সফল পরিনতিতে যে সকল ভাষা সৈনিকের নাম ইতিহাসে পাতায় উজ্জল নক্ষত্রের ন্যায় প্রজ্জলিত তাদের মধ্যে অন্যতম ব্যাক্তি ছিলেন গৌরনদীর কৃতি সন্তান সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব। কাজী গোলাম মাহবুব ১৯২৭ সালে ২৩ ডিসেম্বর তৎকালীন বাকেরগঞ্জ জেলার গৌরনদী উপজেলার কসবা গ্রামে এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা কাজী আব্দুল মজিদ ওরফে মাজেদ কাজী বাংলার কৃষক আন্দোলনের বলিষ্ট নেতৃত্ব দিয়েছিলেন। মায়ের নাম আছিয়া খাতুন। কাজী গোলাম মাহবুব ১৯৪২ সালে টরকী বন্দর হাইস্কুল থেকে মেট্রিক পাশ করেন। পরবর্তিতে ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল, এল,বি ডিগ্রি লাভ করেন। পাকিস্তান সৃষ্টির পূর্বে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপচার্য ডঃ জিয়াউদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব উপস্থাপন করেন। পূর্ব বাংলা থেকে ডঃ মুহাম্মদ শহীদুল¬াহ তা এ প্রস্তাবের ঘোর বিরোধীতা করেন এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী উত্থাপন করেন । এভাবে পাকিস্তান জন্মের পূর্বেই ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে। ১৯৪৭ সালের ১৪ আগষ্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। কাজী গোলাম মাহবুব তখন সবেমাত্র কলকাতায় পড়াশোনা শেষ করে ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম, এ রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন। খাজা নাজিমউদ্দিন তখন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী। তিনি জনগনের প্রত্যাশা পূরন করতে ব্যার্থ হন এবং পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ট মানুষের মাতৃভাষা বাংলার উপর প্রথম আঘাত হানেন। পশ্চিমা শাসকগোষ্ঠীর এ ধরনের একরোখা নীতির বিরুদ্ধে ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর তমদ্দুন মজলিস গঠনের মাধ্যমে মাতৃভাষা বাংলা ও পূর্ববাংলার বাঙালীদের অধিকার আদায়ের আন্দোলন শুরু হয়। কাজী গোলাম মাহবুব ছাত্রাবস্থায় ভাষা আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেন। পাক সরকারের অন্যায় সিদ্বান্তের বিরুদ্ধে বীর বাঙালী হিসেবে গর্জে উঠেন। ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, মাসব্যাপি কর্মসূচীর মধ্যে ২৫০ জন ছাত্র ছাত্রীর মধ্যে স্কুল ড্রেস, ব্যাগ, শিক্ষা উপকরন ও বৃত্তি বিতরন করা হবে।