গৌরনদী
আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে বসত ঘর ভস্মিভুত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ব্যবসায়ীর বসত ঘর ভস্মিভুত হয়েছে। উপজেলা সদরের ইলেকট্রিক মালামাল ব্যবসায়ি হেনরী মালাকারের বাকাল গ্রামের বাড়িতে বুধবার সকালে অগ্নিকান্ডে তার বসত ঘর সম্পূর্ন ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডের সময় হেনরী মালাকার তার ব্যবসা প্রতিষ্ঠানে ও তার স্ত্রী সন্তানকে নিয়ে স্কুলে অবস্থান করছিলেন। তালাবদ্ধ টিন-কাঠের দোতলা ঘরে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। গ্রামবাসী তাৎক্ষনিক ছুটে এসে শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। অগ্নিকান্ডে প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই বসত ঘর পুড়ে সম্পূর্ন ছাই হয়। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা এখন আশ্রয়হীন হয়ে পরেছে।