Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়া ও উজিরপুর মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম শুরু, প্রথম দিনে দুই উপজেলার ৫৮ জনের সাক্ষাত গ্রহন নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ

    | ১৭:২৫, জানুয়ারি ২১ ২০১৭ মিনিট


    গতকাল শনিবার বরিশালের আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির কার্যক্রম শুরু করা হযেছে।  প্রথম দিনে গতকাল আগৈলঝাড়ায় ৩১ জন ও উজিরপুর ২৭ জন মুক্তিযোদ্ধ সাক্ষাৎকার গ্রহন করা হয়। স্থানীয় সংসদ সদস্যসহ কমিটির সদস্যরা উপস্থিত আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

    আগৈলঝাড়া যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) গাজী তারিক সালমন জানান, উপজেলা পরিষদ হল রুমে সকালে যাচাই বাছাই কার্যক্রম শুরু  হয়। আগৈলঝাড়া উপজেলায় মুক্তিযোদ্ধা তালিকাভূক্তির জন্য অনলাইনে ২৪৯ জন এবং বিশেষভাবে ৪৯ জনসহ ২৯৮ জন আবেদন করেন। এ ছাড়া তালিকাভূক্ত অভিযুক্ত   মুক্তিযোদ্ধাদের কাগজপত্র যাচাই বাছাই করা হবে। প্রথম দিনে ৫০ জন যাচাই বাছাইয়ের জন্য নির্ধারন করা। তার মধ্যে ৩১ জন সাক্ষাত প্রদান করেন।
    এসময় উপস্থিত ছিলেন  মুক্তিযোদ্ধা সংগঠক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি, জামুকার সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি), মুক্তিযোদ্ধা সম্মাণী ভাতা বিতরণ কমিটির সভাপতি, যাচাই বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আইয়ুব মিয়া, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল প্রতিনিধি মোজাম্মেল হক হাওলাদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি আ. রইচ সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি মো. লিয়াকত আলী হাওলাদার, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) প্রতিনিধি মো. আবু তাহের মিয়া।
    নাম না প্রকাশের শর্তে একাধিক মুক্তিযোদ্ধা অভিযোগে করে বলেন, ইতিমধ্যে অর্থের বিনিমিয়ে অনেকের নাম তালিকাভূক্ত করা হয়েছে এবং অনেকই নতুন করে কমিটির সদস্যদের প্রভাবিত করে তালিকাভূক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছেন। মুক্তিযোদ্ধা রইস সেরনিয়াবাত জানান, আগৈলঝাড়ায় উপজেলায় সম্মাণী ভাতাপ্রাপ্ত ১৪ জন ভূয়া মুক্তিযোদ্ধার  সম্মাণী ভাতা বন্ধ ও পূর্নাঙ্গ তালিকায় নাম অন্তর্ভুক্ত না করার জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব মিয়াসহ ৪১জন মুক্তিযোদ্ধা কমিটির কাছে আবেদন করেছেন। অভিযুক্তরা হলেন, আগৈলঝাড়া উপজেলার চৌদ্দমেধা গ্রামের জগদীশ মন্ডল, বড় বাশাইল গ্রামের রাবেয়া বেগম, বসুন্ডা গ্রামের আ. আজিজ মোল্লা, পশ্চিম সুজনকাঠি (মোল্লাপাড়া) গ্রামের আইউব আলী মৃধা, চেঙ্গুটিয়া গ্রামের নাসিমা বেগম, বাগধা গ্রামের আ. রহমান মিয়া, নগরবাড়ি গ্রামের জিএম আবু বকর সিদ্দিক, পূর্ব সুজনকাঠি গ্রামের আমিরুন্নেছা বেগম, তালুকদার আ. আজিজ, মমতাজ বেগম, কালুপাড়া গ্রামের আ. সরদার, মোল্লাপাড়া গ্রামের মো. শাহজাহান মৃধা, চেঙ্গুটিয়া গ্রামের আ. খালেক সরদার, ফুল্লশ্রী গ্রামের দাস সঞ্জয় কুমার।
    উজিরপুর উপজেলা যাচাই বাচাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) ঝুমুর বালা জানান, উজিরপুর উপজেলায় ৯টি ইউনিয়নে মুক্তিযোদ্ধা তালিকাভূক্তির জন্য অনলাইনে ৪৩১ জন আবেদন করেন। গতকাল শনিবার প্রথম দিনে উপজেলার হারতা, সাতলা ও জল্লা ইউনিয়নের ২৭ জন আবেদনকারীর কাগজপত্র যাচাই বাচাই ও সাক্ষাত গ্রহন করা হয়। তার মধ্যে থেকে ত্রুটিযুক্ত কাগজপত্র থাকায় ১৬ জনকে সরাসরি বাতিল ঘোষনা করা হয়েছে। ৬ জনকে আগামি ২৮ জানুয়ারি সংযুক্ত কাগজপত্র নিয়ে পুনঃ সাক্ষাতের দিন ধার্য্য করা হয়েছে। সঠিক কাগজপত্র থাকায় ৫ জনকে চূড়ান্তভাবে তালিকাভূক্ত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বরিশাল -১ আসনের সংসদ সদস্য ও উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, উজিরপুর উপজেলা যাচাই বাচাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) ঝুমুর বালা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার সাবেক সাংসদ মো. ওয়াদুদ সরদারসহ কমিটির সদস্যরা।

    Post Views: ২,৮২১

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • ২০২৪‘র জুলাই-আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে আহত গৌরনদীর ৩৩ জনকে অনুদানের চেক বিতরন
    • গৌরনদী ইউএনও অফিসে  ইউপি সদস্যদের উপর হামলা,   বিএনপি নেতাকর্মির বিরুদ্ধে মামলা ও প্রশাসনের জিডি
    • গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দেওয়ায়  সদস্যদের উপর হামলা, আহত-৪
    • গৌরনদীর ৬ ইউপি চেয়ারম্যনকে অপসারনের দাবিতে বিএনপির বিক্ষোভ-মানবন্ধন
    • গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা ও চিকিৎসক নিহত
    • গৌরনদীর নলচিড়া ইউপি চেয়ারম্যানের  বিরুদ্ধে ১১ সদস্যর অনাস্থা
    • কারাগারে রাজকীয় জীবনযাপন আওয়ামী লীগ নেতার \ বিএনপি’র বিক্ষোভ
    Top