গৌরনদী
গৌরনদীতে র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার-১
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গত বুধবার রাতে র্যাব-৮’র একটি দল বরিশালের গৌরনদীতে বিশেষ অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামের ফজলুল হক হাওলাদারের পুত্র আলমগীর হোসেন (৫৩)কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গতকাল মামলা দায়েরর পর তাকে গৌরনদী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে র্যাব।
বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব-৮’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার-উজ জামান বলেন, বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে বুধবার মধ্যরাতে আলমগীর হোসেনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাতভরের অভিযানে তিনটি ৭ দশমিক ৬৫ মি.মিটার বিদেশী পিস্তল, একটি বিদেশী ওয়ান শুটারগান, একটি বিদেশী কাটা রাইফেল এবং ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব অধিনায়ক আরও বলেন, আটককৃত আলমগীর অস্ত্র ব্যবসার পাশাপাশি অস্ত্র ভাড়া দেয়া ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনার সাথে আরও ৩/৪জন হোতা জড়িত রয়েছে। তারা বর্তমানে ঢাকায় আত্মগোপন করে আছে। তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালানো হবে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, র্যাব-৮’র সদস্য মো. লিয়াকত হোসেন বাদি হয়ে আলমগীর হোসেন হাওলাদারকে আসামি করে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় গৌরনদী মডেল থানা য়একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দ । আটককৃত আলমগীর হোসেন ।
অপরদিকে আগে র্যাব ৮র একটি দল গৌরনদী উপজেলা রামনগর এলাকায় অভিযান চালিয়ে আজিজ হাওলাদার পুত্র মো. ফয়সাল হাওলাদার(২০)কে একশত ২ পি ইয়াবাসহ আটক করেছে।