গৌরনদী
গৌরনদীতে মোবাইলের দোকন চুরি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিবার রাতে গৌরনদীর বাটাজোর মাছের বাজার সংলগ্ন শোভা টেলিকম নামের একটি মোবাইলের দোকানে চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা দোকান থেকে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মোবাইল ফোন লুটে নিয়ে গেছে।
দোকানের মালিক কাইউম রাড়ী জানান, দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যায়। সোমবার সকল ৯টার দিকে দোকানে এসে চুরির ঘটনা দেখতে পান। সংঘবদ্ধ চোরের দল দাকানের পিছন থেকে ঢুকে নিচের পাটাতন কেটে প্রায় নগদ ১০ হাজার টাকা সহ ৩৫-৪০ টি মোবাইল ফোন নিয়ে যায়। গৌরনদী মডেল থানার এসএই মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছে।