গৌরনদী
গৌরনদী উপজেলা পরিষদের আয়োজনে উন্নয়ন মেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলা পরিষদের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুব আলমের সভাপতিত্বে তিন দিন ব্যপী উন্নয়ন মেলার উদ্বোধনী করা হয়।
সোমবার বিকালে গৌরনদী গার্লস স্কুল এ্যান্ড কলেজ মাঠে থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, মহিলা ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা ভাইস চেয়াম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, ইসলামী ব্যাংক টরকি শাখার ব্যব¯া’পক মো: কামরুল হাসান, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, উপজেলা যুবলীগ’র সভাপতি আনিচুর রহমান, সাধারন সম্পাদক মাহাবুব আলম, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, বাটাজোর ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, পৌর যুবলীগ’র সভাপতি আতিকুর রহমান শামিম, সাধারন সম্পাদক আল-আমীন হাওলাদার, ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম দিলিপ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু, সাধারন সম্পাদক লুৎফর রহমান দিপ, সহ-সভাপতি ইমরাত খান, সহ-সাধারন সম্পাদক ইমরান মিয়া সরকারি গৌরনদী কলেজের ছাত্র সংসদের ভিপি সুমন মাহমুদ,জিএস জাহিদুল ইসলাম,এজিএস রিজভি জামান রিয়াদ, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সুজন হাওলাদার, সাধারন সম্পাদক রাতুল শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা ,সাধারন সম্পাদক প্রিন্স বেপারী, পৌর যুবলীগ নেতা আউয়াল শরীফ প্রমূখ। উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, তিন দিন ব্যপী মেলার আয়োজনে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, গৌরনদী প্রেসক্লাব ও গৌরনদী রিপোটার্স ইউনিটিরসহ মেলায় ৪৩ টি স্টলের বরাদ্ধ দেওয়া হয়। সন্ধায় স্থানীয় শিল্পীদের সমন্নয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।