গৌরনদী
ঢাকা – গৌরনদী মানসী লঞ্চের যাত্রী যুবতি নিঁখোজ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসা বরিশালের গৌরনদীগামী লঞ্চ এমভি মানসী থেকে এক যুবতী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার খবরপাওয়া গেছে।
পারিবারিক সূত্র জানানন, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের ব্যবসায়ী জলিল সরদারের বোন শিউলি বেগম তার তিন কন্যা ও এক পুত্রকে নিয়ে শুক্রবার রাতে গৌরনদীগামী মানসী লঞ্চে সদরঘাট থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। শুক্রবার রাতে লঞ্চটি চাঁদপুরের কাছাকাছি পৌছলে শিউলি বেগমের বড় কন্যা সেলিনা আক্তার (১৮) বাথরুমে যাওয়ার কথা বলে লঞ্চের নিচ তলায় আসেন। এসময় শিউলি ঘুমে ছিল। ঘুম ভেঙ্গে তার কন্যা সেলিনাকে দেখতে না পেয়ে পাশের লোকজনকে জিজ্ঞাসা করেন। তারা কোন সন্ধান দিতে না পারলে শিউলি কান্না কাটি শুর করেন। লঞ্চের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কন্যা সেলিনার কোন সন্ধান পাননি। শনিবার সকালে লঞ্চটি গৌরনদীতে পৌছলে বিষয়টি পুলিমকে অবহিত করা হয়।