গৌরনদী
গৌরনদীতে বই উৎসব পালিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সারা দেশের মত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ দিয়ে মাধ্যমিক, মাদ্রসা ও প্রাথমিক বিদ্যালয় গুলোতে বিনামূল্যে বই বিতন উৎসব গতকাল রবিবার পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ অলি উল্লাহ। প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক বেলাল হোসেন, মাধ্যমিক শিক্সঅ অফিসার মোঃ সেলিম মিয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু ব্যানার্জি, একাডেমিক সুপার ভাইজার গৌড়াঙ্গ প্রসাদ গাইন, অভিভাবক মোঃ আলমগীর হোসেন। একই সময় গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন করা হয়। প্রধান শিক্ষক নাসিমা আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার, উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি গনেশ চন্দ্র দাস, সহকারী শিক্ষা অফিসার নাদিরা আফরিন, প্রেসক্লাব সম্পাদক মোঃ জুলফিকার হোসেন কোষাধ্যক্ষ আমিন মোল্লা। আল হেলাল ইসলামিয়া দাখিল মাদ্রসার সুপার মাওলঅনা এইচ, এম, শাহাদাত হোসেনের সভাপতিত্বে বই বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষ মাওলঅনা আবুল কালাম, মোঃ জহিরুল ইসলাম। দুপুর ১২টায় পিংলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বই বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম রাজার সভাপতিত্বে প্রধানঅতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, নলচিড়া আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান কবীর, সাধারন সম্পাদক বাবুল হোসেন, যুবলীগ নেতা মাসুম মল্লিক খোকন ।