গৌরনদী
গৌরনদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ব্যবসায়ী নিহত, আহত-৭
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ওয়ার্কশপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে গতকাল শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার গৌরনদী বন্দরে ব্যবসায়ী টিখাসার গ্রামের মৃত মব্বত আলী পাইকের পুত্র মোফাজ্জেল হোসেন পাইক (৪৬)নিহত হন। এসময় অপর ব্যবসায়ী ও পথচারীসহ ৭ জন গুরুতরভাবে আহত হয়েছে। অবস্থার অবনতি ঘটলে গুরুতরভাবে আহত ৫ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, গৌরনদী বন্দরের পোষ্ট অফিসের সামনে মুরাদ স্টীল হাউজ নামের ওয়ার্কশপে শ্রমিকরা কাজ করার সময় গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে আকস্মিকভাবে ঝালাইয়ের গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় দোকান মালিক মুরাদ হোসেন(২০), পাশ্ববর্তি দোকানদার মোফাজ্জেল হোসেন( ৪৬), মোঃ মোহাম্মদ আলম(৩৫), ইমাম হোসেন (৩২), কর্মচারী রাসেল আহম্মেদ(২৫), আবদুল জব্বার(৪৫) পথচারী মিরাজুল ইসলাম(২৮) ও নুশরাত খানম (১৯) আহত হয়।
স্থাণীয়রা জানান, তাৎক্ষনিক তারা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক গৌরনদী বন্দরের ব্যবসায়ী টিখাসার গ্রামের মৃত মব্বত পাইকের পুত্র মোফাজ্জেল হোসেন (৪৬)কে মৃত ঘোষনা করেন। অবস্থার অবনতি ঘটলে আশংকাজনক অবস্থায় মুরাদ হোসেন, মোহাম্মদ আলম, রাসেল আহম্মেদ, আবদুল জব্বার ও ইমাম হোসে(৩২)কে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা করেন। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ দাস রনবীর জানান, বরিশালে হাসপাতালে চিকিৎসাধীর দুইজনের অবস্থাও আশংকাজনক। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।