গৌরনদী
গৌরনদীতে জাতীয় স্কুল ও মাদ্রসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জাতীয় স্কুল ও মাদ্রসার শীতকালীন গৌরনদী উপজেলা ক্রীড়া শিক্ষক সমিতির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন ২০১৬ বৃহস্পতিবার সকালে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় স্কুল ও মাদ্রসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার গৌরনদী উপজেলা কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু ব্যানার্জি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন ম-ল, উপজেলা স্কাউট কমিশনার ও টরকী হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান, গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আবদুল আহসান আজাদ, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত সভাপতি মো: খায়রুল ইসলাম । অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ অলিউল¬াহ, পিংলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসহুরা বেগম, মাহিলাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক প্রনয় কান্তি দাস, গাউসিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রব, গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক লক্ষন চন্দ্র দে, গেরাকুল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, চাঁদশীর ক্রীড়া শিক্ষক মোঃ এরশাদুল হক, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রোকনুজ্জামান পনির। পরে অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথি বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মানিক লাল আচার্য্য, মোঃ বাদশা শিকদার।