গৌরনদী
গৌরনদীতে মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংঘের উদ্যাগে গতকাল বুধবার সকালে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরন বিতরন করা হয়। ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ,এম, মানিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাশাইল কলেজের অধ্যক্ষ রনজিত দাস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ আলমগীর মোল্লা, বরিশাল অমৃত লাল দে কলেজের সহকারী অধ্যাপক দুলাল দাস, শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক দীনেশ জয়ধর, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সুজনের গৌরনদী পৌর সভার সভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী-আগৈলঝাড়া ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের সাধারন সম্পাদক এইচ,এম, সুমন, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক, ধানডোবা হাইস্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ সেকেন্দার তালুকদার, চেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষ শারমিন সুলতানা। বক্তব্য রাখেন ধানডোবা হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও সংঘের সাধারন সম্পাদকরাসেল আহম্মেদ, কোষাধ্যক্ষ মোঃ ফয়সাল, সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যমুনা জয়ধর প্রমূখ। অনুষ্ঠানে ৭টি বিদ্যালয়ের ৬৫জন শিক্ষার্থীদের হাতে ১০ দিস্তা কাগজ, ১০টি বল পেন, পেন্সিল বক্স, স্কেল ও রং পেন্সিল।