গৌরনদী
গৌরনদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে ঘর নির্মান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল গ্রামে এক ভূমি দস্যু গায়ের জোরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ঘর নির্মানের চেস্টা চালায়। আংশিক ঘর নির্মানের পরে এলাকাবাসীর বাধারমুখে নির্মান কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও আদালত সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল গ্রামের মৃত মোঃ সৈজদ্দিন মাতুব্বরের পুত্র আবদুল আজিজ মাতুব্বর জে,এল ৯নং মেদাকুল মৌজার এস,এ ১৬৭ নং খতিয়ানের হাল ৫৭৬ নং দাগের ৩১ জমি ১৯৯৪ সালে সাব কবলা দলিল মূলে মালিক হন। বিক্রেতারা তাকে জমি বুঝাইয়া দিলে আবদুল আজিজ ওই জমিতে ঘর বাড়ি নির্মান করে প্রায় ১৮/২০ বছর যাবত পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। এলাকাবাসী জানান, ওই জমির মালিকানা দাবি করে একই ইউনিয়নের সমরসিংহ গ্রামের আঃ মজিদ আকন সন্ত্রাসী নিয়ে জমি দখলের পায়তারা চালায়।
আদালত সূত্র জানান, ২০১৬ সালে আজিজ বরিশাল জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে এবং আগামি ১৯ জানুয়ারি সুনানীর দিন ধার্য্য রয়েছে। আঃ আজিজ অভিযোগ করেন, জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক বিরোধীয় জমিতে গত ১ ডিসেম্বর ২০১৬ স্থিতিবস্থার আদেশ জাড়ি করেন। পরবর্তি ধার্য্য তারিখ ১৯ জানুয়ারি পর্যন্ত এ আদেশ বহালে নির্দেশনা দেন কিন্তু আদালতের নিষধাজ্ঞা ও নির্দেশনা অমান্য করেন প্রতিপক্ষ আঃ মজিদ আকন।
আবদুল আজিজসহ স্থানীয়রা অভিযোগ করেন, আঃ মজিদ আকন তার সহযোগীদের নিয়ে গত ১৯ ডিসেম্বর সকালে বিরোধীয় সম্পত্তিতে হামলা চালিয়ে গাছ পালা কেটে ঘর উঠানোর চেস্টা করেন। পরে এলাকাবাসী বাধা দিলে আংশিক ঘর তোলা অবস্থায় নির্মান কাজ বন্ধ রাখেন। আদালতের নির্দেশ অমান্য করায় আঃ মজিদ আকনের বিচার দাবি করেছেন এলাকাবাসী।