গৌরনদী
ফ.ম শামছুল আলম স্যার আর নেই
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সকলের প্রিয় স্যার, পরবর্তিতে বরিশাল বি, এম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা গ্রামের ফ.ম শামছুল আলম স্যার আর নেই। ঢাকায় দীর্ঘদিন চিকিৎসা শেষে গত সেপ্টেম্বর মাসে তাকে বাড়িতে নিয়ে আসেন। সেই থেকে স্যার নিজ বাড়িতে মৃত্যু শয্যায় ছিলেন। আজ শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি চলে গেলেন আপন ঠিকানায়। মৃত্যুকালে স্যার স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। আজ বাদ জোহর মরহুম স্যারের জানাজা শেষে নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। স্যারের সকল ভক্ত, অনুসারী, আত্মীয় স্বজনসহ সকলকে জানাজায় অংশ নিয়ে স্যারের রুহের মাগফেরাত কামনার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।