গৌরনদী
বিজয় দিবসে গৌরনদীতে মুক্তমঞ্চে সংগীতানুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শুক্রবার সন্ধ্যায় মুক্তমঞ্চে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহিক সংবাদ সপ্তাহ পত্রিকার উদ্যোগে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণের মুক্ত মঞ্চে সংগীতানুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক সংবাদ সপ্তাহ পত্রিকার প্রকাশক সম্পাদক কাজী আল-আমিন। সভায় প্রধান অতিথি ছিলেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন দৈনিক জনকন্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা। সভা শেষে মুক্তিযোদ্ধাদের স্মরণে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কন্ঠ শিল্পী কাজী আল-আমিন, বৃষ্টি রায়, সেতু খানম, সুমনা আক্তার রিপা, লামিয়া খানম, মশিউর রহমান রিয়াজ, ওসমান উকিল, আলমাছ বেপারী, সাইদুল ইসলাম সবুজ ও রিমন হাসান সরফরাজ।