গৌরনদী
গৌরনদীতে অর্থাভাবে বিনাচিকিৎসায় ব্যাংক কর্মচারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ অর্থাভাবে বিনা চিকিৎসায় বরিশালের গৌরনদী উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের পল্ল¬ী সঞ্চায় ব্যাংকের মাঠ কর্মির মৃত্যু হয়েছে। পরিবারের দাবি ৫ মাস ধরে বেতন না পাওয়ায় পরিবারটি অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছিল এবং টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় রিপনের মৃত্যু হয়েছে।
গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর গ্রামের রতেœশ্বর দাস জানান, তার পুত্র রিপন চন্দ্র দাস(২৭) গৌরনদী উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের পল্ল¬ী সঞ্চায় ব্যাংকের মাঠ কর্মি হিসেব কর্মরত ছিলেন। তার আয় দিয়েই পরিবারটি সংসার চলে আসছিল। দুই মাস পূর্বে হঠাৎ রিপন দাস জ-িস ও লিভারের রোগে আক্রান্ত হন। স্থানীয়ভাবে চিকিৎসা করার পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন কিন্তু অর্থের অভাবে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি।
মৃত রিপন দাসের মা স্বরস্বতি দাস অভিযোগ করে বলেন, পুত্র অসুস্থ্য হওয়ার পূর্ব থেকে গত ৫ মাস যাবত বেতন পাচ্ছিলেন না। তিনি অভিযোগ করেন, বেতন না পাওয়ায় পরিবারটি অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছিল এবং পুত্রের চিকিৎসা করাতে পারি নাই। বার বার অফিসে ধর্না দিলেও কোন কাজ হয়নি। তার পুত্র গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে গত ১৩ ডিসেম্বর বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার দুপুরে মারা যান।
সংশি¬ষ্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সম্প্রতি সময়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর ওই প্রকল্পের পল্ল¬ী সঞ্চায় ব্যাংক পরিচালনার দায়িত্ব দেয়া হয় অর্থ মন্ত্রণালয় ও পল¬ী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়কে। ওই দুই মন্ত্রণালয়ের সমন্ময়হীতনার কারণে সারাদেশে ব্যাংকের প্রায় সাড়ে সাত হাজার কর্মকর্তা ও কর্মচারীদের গত পাঁচ মাস ধরে বেতন ভাতা বন্ধ রয়েছে। এরমধ্যে গৌরনদীর ১১ জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। মাঠ কর্মি রিপন দাস অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যান।