গৌরনদী
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে গৌরনদীতে নানান কর্মসূচী পালন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা আ’লীগের উদ্যেগে গতকাল বুধবার গৌরনদী কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেধিতে শ্রদ্ধাঞ্জলী, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার ও সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান সকাল সাড়ে ৮টায় শহীদ বেধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় উপস্তিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপরদিকে সকাল সাড়ে ১০টায় উপজেলা, পৌর যুবলীগ ও ছাত্রলীগ ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের যৌথ উদ্যোগে গৌরনদী বাসষ্টান্ডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহীর সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার সিনিয়র আওয়ামীলীগ নেতা আবু সাঈদ নান্টু, শরিকল ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা,উপজেলা আওয়ামীলীগ নেতা শরীফ মেজবাহউদ্দিন ফিরোজ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আল আমীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের ভিপি মোঃ সুমন মাহামুদ, জিএস জাহিদুল ইসলাম, প্রমুখ।