গৌরনদী
আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গৌরনদীতে র্যালী ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০১৬ উপলক্ষে গৌরনদী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার দুপুরে বর্নাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দূর্নীতি প্রতিরোধ কমিটির কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার েেমা. মাহবুব আলম । বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. আফজাল হোসেন, গার্লস কলেজের অধ্যক্ষ মীর আঃ আহসান আজাদ, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ, সাংবাদিক শামীম মীর। স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন প্রমূখ । ্এর আগে গৌরনদী গার্লস স্কুল এ্যা- কলেজের ছাত্রীরা দুর্নীতি না করায় শপথ গ্রহন করেন।