গৌরনদী
পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষে গৌরনদীতে বর্নাঢ্য র্যালী ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ পার্বত্য শান্তি চুক্তির ১৯ তম দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১১টায় গৌরনদীতে বর্নাঢ্য র্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গৌরনদী বাসষ্টান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়ার সভাপতিত্বে অুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়াম্যান ফরহাদ হোসেন মুন্সি, গৌরনদী উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও আওয়ামীলীগ নেতা আবু সাঈদ নান্টু, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা মো. আলাউদ্দিন ভুইয়া, মো. ফিরোজ শরীফ, মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যন সৈকত গুহ পিকলু, চাঁদশী ইউনিয়ন চেয়াম্যান কৃষ্ণ কান্ত দ,
পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমার শামীম, সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু, পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন উকিল, হাফেজ মাওলানা নরুলহক, কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহ্মুদ, জি,এস, জাহিদুল ইসলাম, এজিএস, রিয়াদ হোসেন, পৌর যুবলীগ নেতা আউয়াল শরীফ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরনদী উপজেলা কমিটির আহ্বায়ক লোকমান হোসেন রাজু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরাত খান, আবীর হাসান হিমেল, যুগ্ম সাধারন সম্পাদক ইমরান মিয়া, খান্জাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাজী কামাল, মো. হীরা, মাসুম সরদার, বিএম সাইদুর রহমান সুজন, লিটন সরদার, আজিজুল হক, মো. সোহাগ, মো.শহীদুল ইসলাম, মনু মোল্লা, শহীদুল হক, মো. বসির উদ্দিন প্রমূখ।