গৌরনদী
মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং প্রতিরোধে ॥ গৌরনদীতে কমিউনিটি পুলিশের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী কমিউনিটি পুলিশিং ও গৌরনদী মডেল থানার যৌথ উদ্যোগে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং প্রতিরোধ ও গনসচেতনাতা সৃষ্টির লক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এর আগে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন করা হয়।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত অুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হুমায়ন কবির। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার বরিশাল মোঃ নাঈমুর রহমান, গৌরনদী উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আবু সাঈদ নান্টু, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান দিলিপ, গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ আফজাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু, সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ, কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহমুদ, জি,এস, জাহিদুল ইসলাম, এজিএস, রিয়াদ হোসেন, কলেজ ছাত্রীগের সভাপতি সুজন হাওলাদার, সাধারন সম্পাদক রাতুল শরীফ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাত খান, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স রোলা- বেপারী , যুগ্ম সাধারন সম্পাদক ইমরান মিয়া। সংক্ষিপ্ত আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন মিলন (গৌরনদী), মোঃ মতিয়ার রহমান(মুলাদী), জিয়াউল হক জিয়া,(বানরীপাড়া), বরিশাল পুলিশ কনষ্টবল আবুল বাশার, সুব্রত, ও নৃত্য পরিবেশন করেন বৃষ্টি ও তার দল, রাপা ডেন্স গ্রুপ, মুন ও তার দল। এর আগে এর আগে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন করা হয়। খেলায় চ্যাম্পিয়ন হন বরিশাল পুলিশ ও রানারআপ হন গৌরনদী কমিউনিটি পুলিশ।