গৌরনদী
গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আর্ত মানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত ফকির মোহাম্মদ আলী মেমোরিয়াল ট্রাষ্ট্রের উদ্যোগে গতকাল বুধবার গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রদের সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন প্রদান করা হয়। গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলি উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকির মোহাম্মদ আলী মেমোরিয়াল ট্রাষ্ট্রের উপদেষ্টা ও সাবেক পৌর কাউন্সিলর আবু সাঈদ নান্টুর। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ কবির হোসেন খান, বিশিস্ট আওয়ামীলীগ নেতা হাফেজ নুরুল হক, গৌরনদী বন্ধুসভার সাবেক সভাপতি বেলাল হোসেন, রিপোটার্স ইউনিটির কোষাধ্যাক্ষ মিজানুর রহমান, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক লাল আচার্য্য, শক্তি বিশ্বাস, বাদশা শিকদার, গৌরনদী গালর্স স্কুলের সহকারী শিক্ষক আলী আজিম খান, গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার দাস, সাংবাদিক রফিকুল ইসলাম রনি। ৫০ জন মেধাবী ছাত্রীদের খাতা, কলম, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, ছাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরন প্রদান করা হয়।