গৌরনদী
গৌরনদীর অজ্ঞাতনামা যুবকের লাশের পরিচয় মিলেছে, সে খুলনার ব্যবসায়ী রহমাতুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ঢাকা- বরিশাল মহাসড়কের গৌরনদীর নীলখোলা ব্রিজের নিচে পাওয়া অজ্ঞাতনামা যুবকের লাশের পরিচয় মিলেছে। সে খুলনার খালিশপুর শহরে একজন ব্যবসায়ী । স্বজনদের দাবি ব্যবসায়ীক লেনদেনের বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন জানান, রবিবার সন্ধ্যায় উদ্ধার নীলখোলা ব্রিজের নিচ থেকে উদ্ধার লাশের যুবকের নাম রহমাতুল্লাহ রনি। সে খালিশপুর শহরে একজন ব্যবসায়ী। গত ২৫ নভেম্বর পাওনা টাকা আদায়ের কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোজ হন। তাকে খোজাখুজি করে না পয়ে গত ২৭ নভেম্বর খালিশপুর থানায় একটি সাধারন ডায়রী করা হয়। গৌরনদীতে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধারের সচিত্র সংবাটি ফেইসবুক ও অনলাইনে দেখতে পেয়ে যুবকের ছোট ভাই মেহেদী হাসান তার বড় ভাইর লাশ হিসেবে সনাক্ত করে গৌরনদী মডেল থানায় যোগাযোগ করেন এবং রহমাতুল্লার লাশ হিসেবে শনাক্ত করেন। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন বলেন, ব্যবসায়ীক লেনদেনের বিরোধের জের ধরে যুবক রহমাতুল্লাহকে হত্যা করা হয়েছে বলে ছোট ভাই মেহেদী হাসান দাবি করেন। এদিকে গতকাল সোমবার বরিশালে লাশের ময়না তদন্ত শেষ করার পর লাশটি মর্গে রাখা হয়েছে।