গৌরনদী
গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, গ্রেপ্তার-১
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কৃষক মোতালেব হাওলাদার (৪৫) চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা গেছে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরন করেছে। ঘটনায় জড়িত সিরাব মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ওই গ্রামের মৃত আলতাফ হাওলাদারের পুত্র কৃষক মোতালেব হাওলাদার (৪৫)র সঙ্গে প্রতিবেশী মোকসেদ মৃধা, সিরাপ মৃধার র্দীঘ দিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস বৈঠক বসে।
নিহত মোতালেব হাওলাদারের ভাই কাবুল হাওলাদার অভিযোগ করেন, গত ২৪ নভেম্বর সকালে পূর্ব শক্রতার জের ধরে মৃত আজিজ মৃধার পুত্র রহিম মৃধা (৪২), মোকসেদ মৃধা(৪৮), সিরাপ মৃধা (৫৫), ইউনুস মৃধা (৫০)সহ একজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে বড় ভাই মোতালেব হাওলাদার(৪৫)কে লোহার রট দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। গুরুতর অবস্থায় তাকে (মোতালেব) পার্শবর্তী কালকিনি উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সে মারা যান। এ ঘটনায় নিহতের ছোট ভাই কাবুল হাওলাদার বাদি হয়ে রহিম মৃধা, ইউনুস মৃধা, মোকসেদ মৃধা, সিরাপ মৃধাসহ ৫জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনায় জড়িত সিরাব মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে।