গৌরনদী
উজিরপুরের হারতায় দুর্ধর্ষ ডাকাতি ॥ আরো একজন গ্রেপ্তার, ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা বন্দরের উত্তরপাড়ে মাছের আরতে ডাকাতি ব্যবসায়ী হত্যা ও এক কোটি টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উজিরপুর মডেল থানা পুলিশ শনিবার দিবাগত রাতে উজিরপুর উপজেলা যুগীরকান্দা গ্রাম থেকে সুমন হাওলাদার নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। তার স্বীকারাক্তি অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত একটি পাইপগান, ৩ রাউন্ড গুলি ও ধারাল চাপাতি উদ্ধার
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও হারতায় ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইকবাল হোসেন একদল পুলিশ নিয়ে গত শনিবার দিবাগত রাত ৩টায় উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের যুগিরকান্দা গ্রামে অভিযান চালায়। এসময় পুলিশের তালিকাভূক্ত ডাকাত দলের সদস্য ওই গ্রামের মালেক হাওলাদারের পূত্র সুমন হাওলাদার(৩৫)কে গ্রেপ্তার করেছে। আটককৃত ডাকাত সুমনের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তার বাড়ির বসতঘরের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে ৩রাউন্ড গুলি, ১টি পাইপগান ও ধারাল চাপাতি উদ্ধার করেছে। এর আগে পুলিশ হারতা মৎস্য আড়তের ডাকাতির ঘটনায় জড়িত গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিল্লগ্রাম গ্রামের মো. বন্দে আলীর পূত্র আকতার খন্দকার ও হিজলার কাজীর হাটের মন্নান সিকদারের পূত্র মামুন সিকদারকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো বলেন, ডাকাতির ঘটনায় জড়িত জড়িত তিনজনকে গ্রেফতারসহ রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে, শীঘ্রই রহস্য উদঘাটন করা সম্ভব হবে।