গৌরনদী
উজিরপুরে বামরাইলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে এমপি ইউনুস
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ উজিরপুর উপজেলার বামরাইল বন্দরে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্থদের সান্তনা দেন। এ সময় তিনি প্রতি ক্ষতিগ্রস্থদের মাঝে ৬ হাজার করে টাকা, ২ বান্ডিল ঢেউ টিন এবং এমপির ব্যক্তিগত তহবিল থেকে ঘর উত্তোলন করার জন্য নগদ ৫০ হাজার টাকা দেয়ার ঘোষনা দেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরদার, বানারীপাড়ার পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, ইউনিয়নের আঃ লীগ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কবির, বন্দর ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ আলামিন খলিফা, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ফরাজী, যুবলীগ নেতা শাওন বালী, সজিব শরীফ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুজাহিদ রাঢ়ী, ইউপি সদস্য আতিকুল ইসলাম রাড়ী, আরিফ শরীফসহ আঃলীগ, যুবলীগের বিভিন্ন নেতাকর্মী। উলে¬খ্য, বরিবার রাতে বামরাইল বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে যায়। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়।