গৌরনদী
উজিরপুরে অগ্নিকান্ডে ৫ দোকান ভষ্মিভুত ২৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বন্দরে গত রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকা-ে ৫টি দোকান সম্পূর্ন ভষ্মিভুত হয়েছে। গৌরনদী ও উজিরপুর ফায়ার সর্ভিসের ২টি ইউনিট ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিন্ত্রনে আনেন । অগ্নিকা-ে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২৫লক্ষ টাকা।
গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ অধীর কুমার হালদার জানান, গত রোববার দিবাগত রাত ২টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল বন্দরের পুস্তক ব্যবসায়ী মো. মামুন’র লাইব্রেরী থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সুত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখায় ওই বন্দরে ছড়িয়ে পড়ে। অগ্নিকা-ে মামুনের লাইব্রেরী, আলী জাহান শরীফ লাইব্রেরী, সুমন ইলেকট্রনিক্স, সিরাজের হোটেল এ্যা- রেস্তোরা ও একটি মনোহরী দোকান পুড়ে ভস্মীভুত হয়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২৫ লাখ টাকা।