গৌরনদী
বিএনপি নেতার বাসভবনে হামলা ॥ গৌরনদীতে আটক-৮ নেতাকর্মি কারাগারে
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন মিয়ার টরকীস্থ বাসভবন বার্থী ভবনে হামলার ঘটনায় কোন ব্যবস্থা নেননি পুলিশ। অপরদিকে আটক ৮ বিএনপি নেতা কর্মিকে গতকাল রবিার ১৫১ ধারায় কোর্টে পাঠানো হয়েছে। বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক মো. এনায়েতুল্লাহ আসামিদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে বিএনপি নেতাকর্মিদের হয়রানী করার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন মিয়া খারাব উদ্দেশ্যে থানা পুলিশকে অবহিত না করে বাসভবনে গোপন বৈঠকে মিলিত হন। ওই দিন পুলিশ নাশকতা সৃষ্টির পরিকল্পনায় জড়িত সন্দেহে ৮ বিএনপি নেতাকর্মি কর্মিকে আটক করে। নাশকতা ধর্তব্য অপরাধ সংগঠিত অভিযোগে আটক বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. আমিনুল ইসলাম(৪২), পৌসভার ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক লাল মিয়া (৪৫), বিএনপি কর্মি মালেক সরদার(৫০), জাকির গাজী (৩৫), শাহাব উদ্দিন সিকদার(৫২), হাসান সরদার(৩৫), শামীম সিকদার(৩৫) ও নুরুল ইসলাম তালুকদার(৬০)কে গতকাল রবিবার দুপুরে ১৫১ ধারায় বরিশাল আদালতে পাঠানো হয়েছে। এদিকে শনিবার রাতেই গৌরনদী থানার এসআই ফখরুদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় টরকী বন্দর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং বরিশাল-ঢাকা মহাসড়কে চলাচলরত যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারার অভিযোগ আনা হয়।
জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম হামলার নিন্দা জানিয়ে বলেন, বিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুরের সঙ্গে জড়িত যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মিদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা না নিয়ে উল্টো বিএনপি নেতাকর্মিদের গ্রেপ্তার করে হাজতে পাঠিয়েছে। এ ধরনের হয়রানী বন্ধ করতে পুলিশের প্রতি তিনি আহবান জানান।