গৌরনদী
গৌরনদী ইজিবাইক সমিতির নেতার মৃত্যু ॥ বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলা ইজিবাইক মালিক ও চালক শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ জালাল সরদার(৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লøাহে ……………..রাজেউন। গতকাল মরহুমের নামাজে জানাজা শেষে গোবর্দ্ধন গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও এক পুত্র রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য আশিক আবদুল্লাহ, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামীম, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছত্তার হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ ফারুক বেপারী, যুগ্ম সাধারন সম্পাদক আলী হোসেন।