গৌরনদী
জেল হত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের উদ্যোগে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রসংসদের ভিপি সুমন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ ফরহাদ মুন্সী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, গৌরনদী থানা ওসি মোঃ আলাউদ্দিন মিলন, আওয়ামীলীগ নেতা মোঃ ফিরোজ শরীফ, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু, ছাত্র সংসদের জি,এস, জাহিদুল ইসলাম, এজিএস, মোঃ রিয়াদ, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক ইমরান মিয়া, সাংগঠনিক সম্পাদক জয় বাড়ৈ, ছ্রাত্র সংসদের সদস্য মামুন ভূইয়া, ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন, আল ইমরান, মোঃ শাওন ও মোঃ তারেক।
সকাল সাড়ে ১১টায় গৌরনদী উপজেলা, পৌর আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি এইচ. এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য আশিক আবদুল্লাহ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, বরিশাল জেলা সদস্য ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ ফরহাদ মুন্সী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, যুবলীগের সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু, ছাত্র সংসদের ভিপি সুমন মাহমুদ, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সুজন, সাধারন সম্পাদক রাতুল শরীফ, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রিন্স রোলা- বেপারী, । এছাড়া উপজেলা পৌর অওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আওয়ামীলীগের কার্যালয়ের অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহ,মান দীপ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।