গৌরনদী
দৈনিক নয়া দিগন্তের চট্রগ্রাম ব্যুরো চিফ হেলাল হুমায়ুন স্মরণে বরিশালে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক,গৌরনদী২৪ ডটকম ঃ দৈনিক নয়াদিগন্তের চট্রগ্রাম ব্যুরো চিফ হেলাল হুমায়ুনের মৃত্যুতে বরিশাল ব্যুরো অফিসের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বরিশাল সংস্কৃতিকেন্দ্র মিলনায়তনে এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন। উপস্থিত ছিলেন, দৈনিক সংগ্রামের বরিশাল ব্যুরো চিফ অ্যাডভোকেট মু. শাহে আলম, অনলাইন পোর্টাল সময়ের আলো সম্পাদক মাসুদ রানা, দৈনিক নয়াদিগন্তের আগৈলঝাড়া সংবাদদাতা এস এম শামীম, বানারীপাড়া সংবাদদাতা সাইদুল ইসলাম, গৌরনদী সংবাদদাতা এইচ,এম মাকসুদ আলী, উজিরপুর সংবাদদাতা মোঃ জহির খান, মুলাদী সংবাদদাতা ভুঁইয়া কামাল, হিজলা সংবাদদাতা মনিরুল ইসলাম ও দৈনিক বরিশাল সময় পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনির প্রমুখ।
আলোচনা শেষে দৈনিক নয়া দিগন্তের চট্রগ্রাম ব্যুরো চিফ হেলাল হুমায়ুনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সাথে দৈনিক নয়া দিগন্তের সিনিয়র কম্পিউটার অপারেটর শহিদুর রহমান ভূঁইয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।