গৌরনদী
আগৈলঝাড়া ফিলিং স্টেশনের উদ্ধোধণ
নিজস্ব প্রতিবেদক,গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী-গোপালঞ্জ মহাসড়কের ফুল¬শ্রী বাইপাস সড়কের পাশে নির্মিত সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির অত্যাধুনিক “আগৈলঝাড়া ফিলিং স্টেশন”র উদ্বোধণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় দোয়া-মিলাদের মাধ্যমে ফিলিং স্টেশনের উদ্বোধণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল¬াহ। গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়ার মালিকানাধীন ফিলিং স্টেশনের উদ্বোধণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইসচেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা আওয়ামীলীগ নেতা আবু সাঈদ নান্টু, লিটন সেরনিয়াবাত, বিশিষ্ট ব্যবসায়ী অহিদুল হক খান, আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার, গৌরনদী পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামীম, সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার প্রমুখ।