গৌরনদী
আগরপুরের ছয় প্রার্থীর সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গিকারে হাতে হাত রেখে বুধবার বিকেলে সংহতি প্রকাশ করেছেন জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী ছয়জন চেয়ারম্যান প্রার্থী।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র আয়োজনে সকল প্রার্থীদের উপস্থিতিতে জনগণের মুখোমুখী অনুষ্ঠান আগরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সুজন এর ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম তারেক (নৌকা), অধ্যাপক কামরুল আহসান খান হিমু (ধানের শীর্ষ), মোঃ কামাল হোসেন (হাতুড়ি), আনিচুর রহমান মোশারফ (মোটরসাইকেল), রায়হান উদ্দিন মাহবুব রনবীর (আনারস), মোঃ এস্কেন্দার আলী (হাতপাখা) অনুষ্ঠানে উপস্থিত হয়ে সরাসরি জনগণের সামনে তাদের ভবিষ্যত পরিকল্পনা কর্মসূচী ও প্রতিশ্র“তির কথা জনগণের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন এবং জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সভায় প্রধান অতিথি ছিলেন সুজনের উপজেলা সভাপতি সাইদুর রহমান। বক্তব্য রাখেন সুজনের উপজেলা সদস্য হেমায়েত উদ্দিন, ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মিরাজ হোসেন হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, স্থানীয় সুজনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ উপস্থিত ছিলেন।