গৌরনদী
আগৈলঝাড়ায় ইউপি স্থগিত দু’টি কেন্দ্রের ভোট গ্রহন আজ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়ায় স্থগিত হওয়া দু’টি ইউনিয়নের দু’টি ভোট কেন্দ্রের পুনঃভোট গ্রহণ আজ সোমবার (৩১অক্টোবর) অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওই দু’টি ভোট কেন্দ্রে শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা প্রতিদ্বন্দিতা করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে দু’টি কেন্দ্রের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন ও সহকারী কমিসনার (ভূমি) শতরূপা তালুকদারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে ইসি। এছাড়াও পর্যাপ্ত পরিমান র্যাব, পুলিশ ও আনসার দ্বায়িত্ব পালন করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, ২নং বাকাল ইউনিয়নের উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রের ভোটার সংখ্যা ৩০৯২জন ও ৩নং বাগধা ইউনিয়নের প্রত্যন্ত এলাকা আমবৌলা কেরামতিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রের ভোটার সংখ্যা ২৯২১জন।
প্রসংগত, প্রথম দফার ২২মার্চের নির্বাচনে বাকাল ইউনিয়নের ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রে ৮০টি ব্যালট পেপার ও বাগধা ইউনিয়নের আমবৌলা কেরামতিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩শ ব্যালট পেপার ছিনতাই হওয়ায় স্ব-স্ব কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাগন।
ভোট স্থগিতের ১০দিন পর ওই ঘটনায় মোট তিন শতাধিক ব্যাক্তিকে আসামী করে আগৈলঝাড়া থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছিলেন প্রিসাইডং অফিসাররা। মামলা দু’টি বর্তমানে পুলিশের বিশেষ শাখা তদন্ত করছে।