গৌরনদী
জমাজমি সংক্রান্ত বিরোধ ॥ গৌরনদীতে দুই গ্রুপে সংঘর্ষ আহত-১০
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের উত্তর চাঁদশী গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধের জের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় উভয় গ্রুপের কমপক্ষে ১০ আহত হয়েছে। আহত ৮ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন, পুলিশ ও আহতরা জানান, উপজেলা উত্তর চাদশী গ্রামের গৌড়াঙ্গ বিশ্বাসের সঙ্গে একই গ্রামের যতিন শিকদারের জমাজমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রবিবার সকালে বিরোধপূর্ন জমিতে পাকা ভবন নির্মান কাজ শুরু করেন গৌড়াঙ্গ বিশ্বাস ও তার লোকজন। খবর পেয়ে দুপুর সাড়ে ১১টায় প্রতিপক্ষ যতিন শিকদার ২০/২৫ জন সমর্থককে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজে বাধা দেয়। এ নিয়ে বাকবিতা-ার এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
গৌড়াঙ্গ বিশ্বাস অভিযোগ করেন, যতিন শিকদারের নেতৃত্বে তার পুত্র পুত্র প্রশাান্ত শিকদার(২৮), মিহির শিকদার(৩৫) সহযোগী প্রশান্ত সরকার(৪৫) দুলাল ম-ল(৪৮), সুবির শিকদার (৪৫)সহ ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা হালায়। হামলাকরীরা তার ভাই কৃঞ্চ বিশ্বাস ও ভাতিজা অপূর্ব বিশ্বাসের বসত ঘর ভাঙচুর করেছে। অভিযোগ অস্বীকার করে যতিন শিকদার বলেন, আমরা কারো উপর হামলা করি নাই বরং আমাদের উপর হামলা চালিয়েছে।
এ ঘটনায় গৌড়াঙ্গ বিশ্বাস, কৃঞ্চ বিশ্বাস, বিলাস বিশ্বাস(৩০) অলিক বিশ্বাস(২০)অপূর্ব বিশ্বাস(২২) ও যতিন শিকদারের সমর্থক দুলাল শিকদার(৪৮), মিহির শিকদার(৩৫), শিল্পী রানী শিকদার(৩০) ও মায়া রানী শিকদার(৩২)সহ উভয় গ্রুপের ১০ জন আহত হয়। গুরুতর আহত ৮ জনতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, এখনো কোন পক্ষ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।