বরিশাল
আগৈলঝাড়ায় বিদ্রোহী প্রার্থীর দুই কর্মিকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর সমর্থকরা গতকাল বুধবার দুপুরে বিদ্রোহী প্রার্থীর দুই সমর্থককে পিটিয়ে জখম করেছে। আহতদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি গেলে বাধা দেয় হামলাকারীরা। পরে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, গতকাল বুধবার দুপুর ১২টায় ২০/২৫ জন সমর্থককে নিয়ে আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নের বাকাল হাটে গনসংযোগ করতে যান বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী লাবন্য আক্তার। বাকাল হাটে পথসভায় বক্তব্য দেয়ার সময় লাবণ্য আক্তারের প্রতিদ্বন্ধী প্রার্থী আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী বিপুল দাসের কর্মি মৃদুল দাস (২৫) গোপনে মোবাইল চালু করে বিপুল দাসকে শোনাচ্ছিল। বিষয়টি ধরা পরার পর লাবন্য কর্মিরা তাকে সভার মধ্য থেকে বের করে দেন। লাবন্যর সমর্থকরা গনসংযোগ শেষে ১০/১২ জন সমর্থক বাড়ি ফেরার পথে বাকাল ওয়াল্ড ভিশন অফিসের সামনে পৌছলে ওই ঘটনার জের ধরে দুপুর ২ টায় নৌকার প্রার্থী বিপুল দাসের ভাই পিংকুল দাস১০/১৫ জন সহযোগীকে নিয়ে হামলা চালায়। আহত ইলিযাস হোসেন (১৮) অভিযোগ করে বলেন, আমরা (লাবন্যর সমর্থকরা ) দৌড়ে পালিয়ে গেলে আমি (১৮)আইয়ুব অলী মোড়ল (৬০)কে প্রতিপক্ষের সন্ত্রাসীরা পিটিয়ে জখম করেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসার জন্য নিযে গেলে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়। পরবর্তিতে আহত দুই জনকে গৌরনদী উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাহয়।