গৌরনদী
উজিরপুরে স্কুল ছাত্র নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মো. রেজাউল সরদারের পুত্র ও সানুহার মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র রিমন সরদার (১৩) দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।
সাধারন ডায়রীতে উল্লেখ বলা হয়, উপজেলার আটিপাড়া গ্রামের মো. রেজাউল সরদারের পুত্র ও সানুহার মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র রিমন সরদার (১৩) গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ি আটিপাড়া থেকে সানুহার বাসষ্টা- যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হন। বাড়ি ফিরে না আসায় আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে তাকে কোথাও পাওয়া যায়নি। বৃহস্পতিবার নিখোঁজ স্কুল ছাত্র রিমন সরদারের বড় ভাই মো. রিয়াদ সরদার উজিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়রি করেন।