গৌরনদী
উজিরপুরে বিনামূল্যে সার, বীজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপকরন বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর কৃষি পুর্নবাসনের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রবী মৌসুমের বীজ ও সার এবং একই দিনে উপজেলা শিক্ষা ট্রাষ্ট এর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করেন এ্যাড: তালুকদার মোঃ ইউনুস এমপি।
এ উপলক্ষে গতকাল সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ এ্যাড: ও প্যানেল স্পিকার এ্যাড: তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু। বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার প্রমুখ। এ সময় কৃষি প্রনোদনা কর্মসূচি আওতায় ১৩০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে ৫০ জন কৃষককে জন প্রতি ৮কেজি করে খেসারির ডাল, ৫ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি এবং ৮০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি করে সরিসার বীজ ২০ কেজি এমওপি ১০ ডিএপি প্রদান করা হয়। এর পূর্বে সকাল ১০ টায় উজিরপুর শিক্ষা ট্রাষ্ট এর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার ঝুমুর বালার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উজিরপুর-বানারীপারার সংসদ সদস্য এ্যাড: তালুকদার মোঃ ইউনুস, বিশেষ অতিথির বক্তৃতা করেন শিক্ষা ট্রাস্টের পৃষ্ঠপোষক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য হাফিজুর রহমান ইকবাল, শিক্ষা প্রতিষ্ঠানের উপকরণ বিতরণ কমিটির আহবায়ক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল হক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভাইস চেয়াম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আঃ মজিদ শিকদার বাচ্চু, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক। এ সময় ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র, ১টি কলেজে ৫টি বৈদ্যুতিক পাখা প্রদান করেন।