গৌরনদী
গৌরনদীতে ছাত্রলীগের হামলায় বাস ভাংচুরের ঘটনায় আসামি গ্রেফতার হয়নি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীর হামলায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাংচুর ও চালককে বেদম মারধরের ঘটনায় মামলা দায়ের হলেও এ পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে বাস শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভ রিবাজ করছে।
পুলিশ ও বাস শ্রমিকরা জানায়, ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫৬১৬) মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে আশোকাঠি এলাকা অতিক্রমকালে একটি মাহিন্দ্রকে সাইড দিতে গিয়ে মাহিন্দ্রটিকে রাস্তার পাশে চাপিয়ে ফেলে। তখন মাহিন্দ্র’র যাত্রী জনৈক কলেজ ছাত্র মোবাইল ফোনে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের নেতাদের বিষয়টি জানায়। গৌরনদী বাস কাউন্টার থেকে যাত্রী উঠানোর জন্য হানিফ পরিবহনের ওই বাসটি ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের বাস কাউন্টারের সামনে পৌছলে কলেজ ছাত্রলীগের ছাত্রলীগের ১৮-২০ নেতাকর্মী অতর্কিতে ওই বাসের ওপর হামলা চালিয়ে চালক আহসান হাবিবকে বেদম মারধর করে। এ সময় হামলাকারীরা বাসটির সামনের একটি গ্লাস ও জানালার একটি গ্লাস ভাংচুর করে। তাৎক্ষনিক হামলার প্রতিবাদে বাস শ্রমিকরা গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ভাংচুরকৃত বাসটি বরিশাল-ঢাকা মহাসড়কের ওপর আড়াআড়ি করে রেখে মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে। খবর পেয়ে গৌরনদী মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে বিচারের আশ^াস দিলে বাস শ্রমিকরা ব্যারিকেড প্রত্যাহার করে নেয়। এ ঘটনায় গৌরনদী বাস কাউন্টারের কর্মচারী ইমরান মিয়া বাদি হয়ে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর নামোল্লেখসহ ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে আসামি করে ওইদিন রাতেই থানায় একটি মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এস.আই মো. ইয়াকুব বলেন, মামলার এজাহারভূক্ত আসামিদের গ্রেফতারের জন্য প্রত্যেকের বাড়িতে অভিযান চালানো হয়। মামলার দায়েরের বিষয়টি জানতে পেয়ে সকল আসামি আত্মগোপন করেছে। এরপরও আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।