Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা

    | ১৬:০৬, অক্টোবর ২৬ ২০১৬ মিনিট

    24-copy
    নিজস্ব প্রতিবেদক,  গৌরনদী২৪ ডটকম ঃ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর যৌতুক মামলা দায়ের নিত্যনৈমত্তিক ঘটনা হলেও এবারে ব্যতিক্রম ঘটনা ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামে।  গ্রামের কার্তিক সুতার পুত্র কমল সুতা তার স্ত্রী কবিতা রানীর বিরুদ্ধে গত সোমবার বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেছে। মামলায় স্ত্রী, শ্বশুর, শাশুড়ী ও শ্যালকে আসামি করা হয়েছে।

    স্থানীয় লোকজন ও এজাহারের বিবরনে জানা গেছে, ২০১৪ সালে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের কার্তিক সুতারের পুত্র কমল সুতা(৩০)র প্রেমের সম্পর্কে পরিবারের অমতে উজিরপুর উপজেলার উজিরপুর গ্রামের পরিমল হালদারের কন্যা কবিতা হালদার(২০)কে বিয়ে করেন। বিয়ের পরে উভয়ে দাম্পত্য জীবন শুরু করেন কিন্তু  এক বছর যেতে না যেতে কবিতা বেড়াতে যাওয়ার কথা বলে বাবার বাড়ি উজিরপুর গ্রামে ফিরে আসেন।

    স্বামী কমল সুতা অভিযোগে জানান, বাবার বাড়ি যাওয়ার পরে স্ত্রী কবিতার মধ্যে কিছুটা পরিবর্তন দেখা যায়। সে তার (স্বামীর) বাড়িতে আসতে অস্বীকৃতি জানান। পরে জানতে পারেন স্ত্রী কবিতার বাবা পরিমল হালদার, মা শিলা রানী ও ভাই রিপন হালদার তার স্ত্রীকে কু-পরামর্শ দিয়ে সংসারে কলহ সৃষ্টিসহ অশান্তি তৈরী করেছে। স্ত্রী তার সঙ্গে ফিরে আসতে অস্বীকৃতি জানান।

    স্বামী কমল বলেন, গত ২৬ সেপ্টেম্বর আমি স্ত্রী কবিতাকে নিজ বাড়ি ফিরিয়ে আনতে শ্বশুর বাড়ি যাই। আমি ওই বাড়িতে পৌছলে শ্যালক রিপন ও শাশুরি শিলা রানী অকথ্য ভাষায় গালমন্দ করে আমাকে লাঞ্চিত করে হত্যার হুমকি দেন। এক পর্যায়ে স্ত্রী কবিতা আমাকে জানায়, তাকে নিয়ে সংসার করতে হলে তার(কবিতার) পরিবারকে ২ লক্ষ টাকা  দিতে হবে। সে (কমল) যৌতুক দিতে অস্বীকার করায় কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী কবিতা তার বাবা পরিমল হালদার, মাতা শিলা রানী ও ভাই রিপন হালদার লোকজন নিয়ে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। অভিযোগ সম্পর্কে কবিতা রানীর কাছে  জানতে চাইলে তিনি হামলা মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রয়োজনে টাকাটা চাওয়া হয়েছে। কবিতার বাবা পরিমল হালদারের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, স্ত্রী স্বামীর কাছে টাকা চাইতেই পারে এটা দোষের কিছু না।

    বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানালে  গত ১০ অক্টোবর আওয়ামীলীগ নেতা অধীর কুমার সরকারের বাড়িতে এক শালীস-মীমাংসা বৈঠকের আয়োজন করা হয়। সালিস বৈঠকে উপস্থিত ছিলেন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কল্যান চন্দ্র, উজিরপুরের গন্যমান্য ব্যাক্তি বাসুদেব পাড়–য়া ও আগৈলঝাড়া উপজেলার আওয়ামীলীগ নেতা অধীর কুমার সরকার। সালিসে উপস্থিত কল্যান চন্দ্র, জানান, মিমাংসা বৈঠকে উভয়ের মধ্যে দাম্পত্য কলহ দুর করে শান্তি বজায় রাখার চেষ্টা করা হয়েছিল কিন্তু স্ত্রী কবিতার দাবিকৃত দুই লাখ টাকা পরিশোধ না করা হলে সে স্বামীর বাড়ি যাবে না বলে সিদ্বান্তে অনড় থাকেন। এ ঘটনায় কবিতার স্বামী কমল সুতার বাদী হয়ে সোমবার  বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে স্ত্রী কবিতা তার বাবা পরিমল হালদার, মা শিলা রানী ও ভাই রিপন হালদার আসামি করে যৌতুক মামলা দায়ের করেন। আদালতের বিচারক মো.শিহাবুল ইসলাম মামলাটি আমলে নিয়ে আগৈলঝাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেনকে তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আগৈলঝাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন বলেন, আদালতের আদেশ এখনো হাতে পাইনি পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ২,১৮৯

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে মাদ্রাসা ছাত্র নিঁখোজ
    • গৌরনদীতে আইনজীবীর সহকারি ইয়াবাসহ গ্রেপ্তার
    • ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) উদ্যোগে বাঁধ অপসারন, পানি বন্দি থেকে মুক্ত হলেন শতাধিক পরিবার
    • বজ্রপাতরোধে গৌরনদীতে বিনামূল্যে তালচারা- কীটনাশক বিতরন অনুষ্ঠান
    • আগৈলঝাড়ার ভেগাই হালদারের ১শ ৭২তম জন্মবার্ষিকী পালিত
    • আগৈলঝাড়ায় প্রবীন প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
    Top