গৌরনদী
গৌরনদীতে অজ্ঞান পার্টির খপ্পরে পরে শিশুসহ ৫ জন অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলা কমলাপুর গ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পরে শিশুসহ ৫ জন নারী অসুস্থ্য হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওই গ্রামের বাসিন্দা ও তুলাতলা বাজারের বিকাশ ব্যবসায়ী সিকিম আলী মল্লিক জানান, তার বাড়ি ডাকাতি করার লক্ষে মঙ্গলবার রাতে অজ্ঞান পার্টির সদস্যরা খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রাখে। তিনি ব্যবসাযী প্রতিষ্টান থেকে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন রাতে খাবার সেরে ফেলে। রাতের খাবার খেয়ে সবাই অজ্ঞান হয়ে পরে। রাত সাড়ে ১১টার দিকে তিনি বাড়িতে গিয়ে তার মা নুরজাহার বেগম (৬০), বোন সিমা বেগম (২৫), ভাগ্নি জারসি (৫), কন্যা শান্তা (১৫) ও সানজিতাকে (১০) অসুস্থ্য অবস্থায় দেখতে পায়। এ সময় ব্যবসায়ীর ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে অসুস্থ্যদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ রির্পোট লেখা পর্যন্ত (দুপুর ৪টা) তাদের জ্ঞান ফিরেনি।