গৌরনদী
জাতীয় স্যানিটেশন মাস ২০১৬ উপলক্ষে গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জাতীয় স্যানিটেশন মাস ২০১৬ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধীদপ্তরের উদ্যোগে গতকাল রবিবার সকালে উপজেলা চত্বর থেকে বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মঈনউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিকি কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আশুতোষ রায়, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা সমবায় অফিসার এস,এম, ফরিদ হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও অনলাইন দৈনিক গৌরনদী২৪ ডটকমের সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, আই,ডি,ই বাংলাদেশের বিজনেস অফিসার মোঃ মাইনুল ইসলাম।