গৌরনদী
গৌরনদীতে আব্দুল কাদেরের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জাতীয় পার্টি (এরশাদ) বরিশালের গৌরনদী উপজেলা শাখার সাধারন সম্পাদক এম, দেলোয়ার রনি’র বড়ভাই আব্দুল কাদের হাওলাদার (৫৮) ফুসফুসের সমস্যায় দীর্ঘদিন ভোগার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা উপজেলার পশ্চিম শাওড়া দাখিল মাদ্রাসা ঈদ’গা মাঠে জানাজা শেষে মরহুমের লাশ পশ্চিম শাওড়া গ্রামে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে বরিশাল-১ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এম, জহির উদ্দিন স্বপন, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, বরিশাল-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এস,এম রহমান পারভেজসহ আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।