গৌরনদী
দারিদ্র বিমোচনে গ্রামীন নারীদের অগ্রণী ভূমিকা রয়েছে -বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়াং কিম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বিশ্বব্য্ংাকের প্রেসিডেন্ট জিম ইয়াং কিম বলেছেন আমি নিজেই একজন চিকিৎসক, বাংলাদেশে কলেরা ও যক্ষ্মা রোগ প্রতিরোধে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। যা বিশ্বের বিভিন্ন দেশ এর অনুকরণ করে সুফল পেয়েছে। এ দেশে দারিদ্র বিমোচনে গ্রামীন নারীদের অগ্রণী ভূমিকা রয়েছে। এসব নারীরা দারিদ্রমুক্ত দেশগড়তে কঠো পরিশ্রম করে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার সকালে বরিশালের উজিরপুর উপজেলার ভরসাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার পরিদর্শন করতে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
গতকাল সকাল ১০টায় উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত ভরসাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারে পৌছলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে বামরাইল ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্কুল ম্যানেজিং কমিটির ১৫ মিনিটের সংক্ষিপ্ত সভা করেন। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড: তালুকদার মোঃ ইউনুস, কান্ট্রি ডিরেক্টর সিমি এ্যাও ক্যান, ইসিআরপির প্রকল্প পরিচালক আঃ রশিদ, এলজিইডির অতিরিক্ত প্রকৌশলী ফরাজী সাহাবুদ্দিন আহম্মেদ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম, প্রধান শিক্ষিকা ফেরদৌসী আরা প্রমূখ।
এ সময় বক্তারা বন্যা ও জলোচ্ছাসের সাইক্লোন সেল্টার নির্মাণের গুরুত্বের কথা তুলে ধরেন এবং এ এলাকায় আরো সাইক্লোন সেল্টার ও সোলার প্লান্টের দাবী জানান। এ প্রসঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বলেন, আপনাদের বিভিন্ন সমস্যা ও দাবী সরকারের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরুন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সভাশেষে সাইক্লোন সেল্টারের বিভিন্ন শ্রেণিকক্ষ ও প্রসুতি কক্ষ পরিদর্শন করেন এবং কোমল মতি শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন।
সকাল সাড়ে ১০টায় তিনি ওই এলাকায় গ্রামীণ শক্তি ও টি.এম.এস.এস এর পরিচালিত সৌরবিদ্যুৎ এর সুফলভোগী হতদরিদ্র মমতাজ বেগমের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় ও সৌরবিদ্যুৎ ব্যবহার নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ারসহ তার সফর সঙ্গিরা।