গৌরনদী
আগৈলঝাড়ার আ’লীগ নেতা রইস সেরনিয়াবাতের মায়ের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের মা রাহিমা বেগম (৯৮) বার্ধক্যজনিত কারণে রবিবার রাতে ঢাকার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহির….রাজিউন)। তিনি ৪ পুত্র, ১ কন্যা রেখে গেছেন। সোমবার বাদ আছর মরহুমার জানাজা শেষে আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বরিশাল-১ আসনের সাংসদ ও সাবেক চীফ হুইপ অলহাজ্ব আবুল হাসানাত আব্দুল¬াহ, বরিশাল-২ আসনের সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস,গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীরীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, গৌরনদী বিঅঅরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহিরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করে পরিবারে সমবেদনা জানিয়েছেন।