গৌরনদী
গৌরনদীর খাঞ্জাপুরে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস উদ্যাপিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ “সকল গ্রামীন নারীর অবদানের স্বীকৃতি চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৫ অক্টোবর, ২০১৬ আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস উপলক্ষে “বেসরকারী মানবাধিকার সংস্থা- নাগরিক উদ্যোগ” গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সকাল ১০ টায় তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্ক এর সভাপতি কমেলা বেগমের সভাপতিত্বে¡ র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। উক্ত আলোচনা সভা ও র্যালীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মন্নান বেপারি ও আব্দুল জলিল ফকির ইউপি সদস্য খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ,মো: ইয়ার আলী বীর মুক্তিযোদ্ধা, সভাপতি ওয়ার্ড সালিশ কমিটি, (১,২,৩ নং ওয়ার্ড)। বার্থী এইচ. এম. সেলিম হাওলাদার, প্রচার সম্পাদক উপজেলা নাগরিক অধিকার দল। সুকুমার মিত্র কর্মসূচি কর্মকর্তা (প্রশিক্ষন ইউনিট), আব্দুল কাদের, উপজেলা সমন্বয়কারী,গৌরনদী উপজেলা, কমিউনিটি মবিলাইজারগন নাগরিক উদ্যোগ। এছাড়াও তৃণমূল নারীনেত্রী নের্টওয়ার্ক এর সদস্য, নাগরিক অধিকার দলের সদস্য, সুবিধা বাঞ্চত নারী দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।