গৌরনদী
উজিরপুরের হারতায় সন্ধ্যা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ উজিরপুরের হারতার সন্ধ্যা নদীর মোহনায় প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে গতকাল শনিবার ১৫৫ তম নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে এ যেন চোখে না দেখলে অবিশ্বস্য। নৌকা বাইচ উপলক্ষে গৌরনদী-উজিরপুর-বানারীপাড়ার জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মিলন মেলায় পরিনত হয়েছে এলাকাটি। ইউনিয়ন পরিষদের উদ্যোগে লক্ষ্মী পূজা উপলক্ষে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে ৭টি দল এ প্রতিযোগীতায় অংশ নেয়। মাদারীপুরের সুকুমার বাইনের দল প্রথম স্থান অধিকার করেন ও গোপালগঞ্জের রুহিদাসের দল দ্বিতীয় স্থান অধিকার করে।
বাইচ প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান হরেন রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য সেনিয়াবাদ আশিক আব্দুল্লাহ, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উজিরপুর উপজেলার চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, গৌরদনী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, উজিরপুর আ’লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারন সম্পাদক আঃ মজিদ শিকদার বাচ্চু, বানারীপাড়া উপজেলা আ’লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু, উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ার প্রমুখ। নৌকা বাইচ প্রতিযোগীতা উপলেক্ষে উজিরপুরের হারতা লক্ষ জনতার সমগম ঘটে। দিনভর হারতার দুই প্রান্তে যেন এক উৎসবের পল্লীতে পরিনত হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হয়েছিল হারতার নৌকা বাইচ উপভোগ করার জন্য। বিকাল ৪ টায় মাধারীপুরের বিশ্বনাথ, বিকাশ বাইন, সুকুমার বাইন, গোপালগঞ্জের কোটালিপাড়ার বিমল দাস, মৃনাল বাড়ৈ, রুহি দাস, সুটিয়া খালির সুজন হালদার, তাদের দল নিয়ে প্রতিযোগীতায় অংশ নেন।