গৌরনদী
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে- জহির উদ্দিন স্বপন্, গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদের স্মরণ সভা
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদের স্মরণে শোকসভা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় মরহুম আলী আহমেদের সরিকলের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরন সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহিরউদ্দিন স্বপন বলেন, “নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে”
গৌরনদী ও আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহিরউদ্দিন স্বপন। তিনি তাঁর বক্তব্যে বলেন, মরহুম আলী আহমেদ ছিলেন একজন নির্ভীক ও সাহসী মুক্তিযোদ্ধা। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এ ধরনের স্মরণসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ ও তাঁদের যথাযথ সম্মান নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মরহুম আলী আহমেদ ছিলেন দেশপ্রেম ও আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আনিচুর রহমান, সদস্য সচিব আ. কাদের হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. সেকেন্দার আলী মৃধা, সদস্য সচিব মোসাদ্দেক হোসাইন মন্টু, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির ও বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারেক বেপারী, আ. সালাম, আয়ুব আলী মৃধা, নূর মোহাম্মদ, ইন্তিয়াজ মিয়া, মো. সেকেন্দার তাজ এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ নাগিব। বক্তারা তাঁদের স্মৃতিচারণে মরহুম আলী আহমেদের সাহসিকতা, দেশপ্রেম ও ত্যাগের নানা দিক তুলে ধরেন। এতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভা শেষে মরহুম আলী আহমেদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাইসুল ইসলাম রাজন।


